Krishna : The Complete Stories of Lord Krishna and Srimad Bhagavad Gita As It Is (Bengali)
Rs.456.00
Author: Krishna and Srimad Bhagavad Gita As It Is (Bengali)
Availability: In Stock
Tags: Krishna : The Complete Stories of Lord Krishna and Srimad Bhagavad Gita As It Is (Bengali)
Krishna : The Complete Stories of Lord Krishna : আক্ষরিক অর্থেই হাজার হাজার বছর ধরে ভারতবর্ষের বৈদিক সাহিত্য-সস্তার বিশাল এক জ্ঞান-ভাণ্ডারের প্রতিনিধিত্ব করে এসেছে এবং লক্ষ লক্ষ পাঠকের আনন্দ বিধান। করেছে। দুর্ভাগ্যক্রমে, অত্যন্ত আকর্ষণীয় এই সমস্ত প্রাচীন সংস্কৃত গ্রন্থের অধিকাংশই আজও পাশ্চাত্যের আধুনিক পাঠকদের কাছে অধরা রয়ে গিয়েছে। * এটি পাঁচ হাজার পূর্বে এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সম্পাদিত অনন্য লীলাসমহের যথাযথ বর্ণনা সমন্বিত একটি গ্রন্থ। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠার মধ্যে নিজেকে নিমগ্ন করে তার অত্যাশ্চর্য দিব্য চরিত্র ও মহান । কীর্তির সাক্ষাৎ সান্নিধ্য অনুভব করুন। বিস্মরণের দীর্ঘ সরণিতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যােগদান করুন, যখন তিনি বৃন্দাবনের চিন্তামণি ধামে সেখানকার অধিবাসীদের এক দিব্য আনন্দে উদ্বেলিত করছেন, এবং একই সময়ে তাঁর বিনাশসাধনের জন্য সর্বতোভারে আগ্রাসী মায়াবী ও কুশলী যােদ্ধাদের এক অভাবিত চক্রের । সঙ্গে যুদ্ধে নিয়ােজিত রয়েছেন। শ্রীকৃষ্ণের লীলাসমূহ। কেবল আকর্ষণীয়, মনােরম ও বিনােদনব্যঞ্জকই নয়, তা গভীর দার্শনিক তত্ত্বজ্ঞানসম্পন্ন এবং আধ্যাত্মিক। বিচারবােধে পরিপূর্ণ। বৈশিষ্ট্যপূর্ণ এই গ্রন্থটি যদি কেউ সময় করে পাঠ করতে পারেন, তাহলে । মানবিক চাহিদার ক্ষেত্রে এটির তাৎকালিক । প্রাসঙ্গিকতা দর্শন করে তিনি অভিভূত হবেন।
Srimad Bhagavad Gita As It Is : ভারতীয় পারমার্থিক বিজ্ঞানের মুকুটমণি-স্বরূপ এই ভগবদগীতা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে খ্যাতি লাভ করেছে। আত্ম-উপলব্ধির পথপ্রদর্শক এই গীতার। সাতশাে শ্লোক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর অন্তরঙ্গ ভক্ত অর্জুনকে উপদেশ। করেছিলেন। বাস্তবিকপক্ষে, মানুষের অপরিহার্য প্রকৃতি, তার পরিবেশ এবং সর্বোপরি ভগবানের সঙ্গে তাঁর সম্পর্ক আদি রহস্যোদঘাটনে এই গ্রন্থটি অতুলনীয়।
বৈদিক জ্ঞানের বিদগ্ধ পণ্ডিত ও ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ থেকে আগত গুরু-পরম্পরা, ধারায় অবস্থিত তত্ত্বদর্শী সদগুরু। তিনি শ্রীকৃষ্ণের উপদেশ কোন রকম বিকৃতি না করে যথাযথভাবে পরিবেশন করেছেন, যা গীতার অন্যান্য সংস্করণ থেকে সম্পূর্ণ আলাদা। ষােলটি রঙিন চিত্র সমন্বিত
এই নতুন সংস্করণটি সময়ােপযােগী শিক্ষা দান করে নিঃসন্দেহে যে-কোন। । পাঠককে উদ্দীপ্ত ও আলােকপাত করবে ।